Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আশাশুনি,সাতক্ষীরা।

সিটিজেন চার্টার‘

 

ভিশনঃ ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।

মিশনঃ টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ফলপ্রসূ,বিকেন্দ্রীকৃত,এলাকা নির্ভর,চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবার মূল্য পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দারিক্ত প্রাপ্ত কর্মকর্তার নাম,পদবী,মোবাইল নম্বর ও ই-মেইল।

 

০১

কৃষি বিষয়ক পরামর্শ প্রদান

*চাহিদা প্রাপ্তির সাপেক্ষে ব্যাক্তিগত যোগাযোগ মোবাইল কল,স্বশরীরে উপস্থিত।

* মাঠ পরিদর্শন/প্রশিক্ষণ/প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা।

 

 

বিনামূল্যে

 

 

 

৭ কর্মদিবস

১.উপ-সহকারী কৃষি অফিসার (এসএএও)

২. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(এএইও)

৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(এইও)

৪. উপজেলা কৃষি অফিসার।

 

০২

উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান

  • নির্ধারিত ফরমে আবেদন।
  • উপজেলা কমিটির অনুমোদন।
  • প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন।
  • আদেশ জারি ও হস্তান্তর।

যন্ত্রের মূল্যের ৫০% পরিশোধ           

 

৪৫ কর্মদিবস

১.উপজেলা কৃষি অফিসার।

২. প্রকল্প পরিচালক সরেজমিন উইং।

 

০৩

রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিতকরণ এবং জৈব সার তৈরি বিষয়ক পরামর্শ প্রদান।

*বিসিআইসি সার ডিলার ও খুচরা সার বিক্রেতা গনের মনিটরিং এর মাধ্যমে।

*মাঠ পরিদর্শন/প্রশিক্ষণ/প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা।

 

 

বিনামূল্যে

 

 

৭ কার্যবিদস

 

 

এসএএও,এইও,উপজেলা কৃষি অফিসার।

 

০৪

মাটির স্বাস্থ্য রক্ষায় ব্যবস্থাপনা।

সাতক্ষীরা,আঞ্চলিক এসআরডিআই,এর মাধ্যমে মাটি পরীক্ষা করে এবং অনলাইন সার সুপারিশমালা হতে।

৫০ টাকা হারে এবং অনলাইন এর ক্ষেত্রে বিনামূল্যে

 

৩০কার্যদিবস

 

এসএএও,উপজেলা কৃষি অফিসার।

 

০৫

কৃষি উপকরণ চাহিদা নিরুপন ও প্রাপ্যতা নিশ্চতকরণ

প্রতি অর্থ বছরের শুরুতে চাহিদা নিরুপন করা হয় এবং মনিটরিং এর মাধ্যমে তা নিশ্চত করা হয়।

বিনামূল্যে

mviv eQie¨vcx

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

 

০৬

KxUbvkK I mv‡ii gvb wbqš¿Y

কীটনাশক ও সারের মান নিয়ন্ত্রণ           বিভিন্ন কোম্পানীর কীটনাশক ও সার গবেষনা প্রতিষ্ঠানে পাঠিয়ে মান যাচাই এবং নিয়ন্ত্রণ করা হয়।

সরকার নির্ধারিত ৫০০০/- টাকার মধ্য থেকে এ পরীক্ষা করা হয়।

১৫-২০ কার্যদিবস

এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

 

০৭

ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা

সার্ভিলেন্স ব্লকের মাধ্যমে জরিপ করে,আক্রান্ত ফসলের জীবন্ত নমুনা দেখে এবং পর্যবেক্ষণের মাধ্যমে।

 

বিনামূল্যে

 

 

২-৭ দিনের মধ্যে

এসএএও,এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

০৮

পানি ও আগাছা ব্যবস্থাপনা

গভীর ও অগভীর নলকুপের সেচের সংযোগে তদন্ত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে,এডব্লিউডি পদ্ধতি অনুসরণ এবং সরেজমিনে তদন্ত করার মাধ্যমে। ভূউপরিস্থ পানি ব্যবহারে আউশ ধান আবাদ সম্প্রসারণ ও বোরো আবাদ কমানোর জন্য পরামর্শ দেয়া হয়।            

 

 

বিনামূল্যে

 

 

 

প্রতি মৌসুমের শুরুতে    

 

 

 

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

 

০৯

ফল ও সবজী সম্প্রসারণ

প্রদর্শনীর স্থাপন ও বৃক্ষ মেলার মাধ্যমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে।           

বাছাইকৃত কৃষককে বিনামূল্যে

সবজী সকল মৌসুমে ও ফলদ বৃক্ষ রোপন জুলাই-সেপ্টেম্বর মাসে gv‡m

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

 

১০

Bu`yi `gb e¨e¯’vcbv

ইঁদুর দমন ব্যবস্থাপনা            কৃষক,ছাত্র এবং সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত দলের মাধ্যমে

 

বিনামূল্যে

প্রতি বছর ২৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত

এসএএও,এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

১১

কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ণ

উঠান বৈঠাকের মাধ্যমে এসএএও/ প্রশিক্ষিত কৃষক সহায়তাকারী দ্বারা কৃষি,মৎস্য ও পশু পালন বিষয়ে প্রশিক্ষত করে তোলা হয়।      

 

 

বিনামূল্যে

খরিপ এবং রবি মৌসুমে

এসএএও,এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

 

১২

কৃষক পর্যায়ে মান সম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণের প্রযুক্তি সহায়তা

প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে,গবেষনা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে।           

 বিনামূল্যে

সকল মৌসুমে

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

১৩

ফসলের নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ।

প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে।     

 

বিনামূল্যে

সকল মৌসুমে

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

১৪

প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনা

কৃষি সম্পদের ক্ষয়ক্ষতি নিরুপন পূর্বক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষককে ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হয়।

 

বিনামূল্যে

দূর্যোগ হওয়ার ১৫-২০ দিনের মধ্যে।

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

১৫

বালাইনাশক বিক্রায়ের লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা

নির্ধারিত ফরমে আবেদন সহ অন্যান্য কাগজ পত্র গ্রহণ ও লাইসেন্স প্রদানের জন্য উপ-পরিচালকের কার্যালয়ে প্রেরণ।

*পাইকারী নতুন ১০০০/-টাকা,নবায়ন ৫০০/-টাকা,

*খুচরা নতুন ৩০০/- টাকা ,নবায়ন ২০০/-টাকা এবং সকল ক্ষেত্রে ১৫% ভ্যাট সহ ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান।           

 

 

৩০ কার্যদিবস

এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।

১৬

খুচরা সার বিক্রেতা নিয়োগ

নির্ধারিত ফরমে আবেদন সহ অন্যান্য কাগজ পত্র  সভাপতি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বরাবর জমা প্রদান এবং কমিটির মাসিক সভায় অনুমোদন ক্রমে আইডিকার্ড প্রদান।  (প্রতি ইউনিয়নে ৯ জন)

ব্যাংক ড্রাফট এর মাধ্যমে ৩০০০০/- জামানত হিসাবে জমা প্রদান            

 

 

 

 

৬০ কার্যদিবস           

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার।

 

 

যে কোন কৃষি বিষয়ক সেবা বা পরামর্শেও জন্য সার্বক্ষনিক যোগাযোগঃ                       

 

মোঃ রাজিবুল হাসান

উপজেলা কৃষি অফিসার

আশাশুনি, সাতক্ষীরা।

  ফোনঃ ০৪৭২২৫৬০০৯

  ই-মেইলঃ uaoassasuni@gmail.com