কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
আশাশুনি,সাতক্ষীরা।
সিটিজেন চার্টার‘
ভিশনঃ ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।
মিশনঃ টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ফলপ্রসূ,বিকেন্দ্রীকৃত,এলাকা নির্ভর,চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
সেবার মূল্য পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দারিক্ত প্রাপ্ত কর্মকর্তার নাম,পদবী,মোবাইল নম্বর ও ই-মেইল।
|
০১ |
কৃষি বিষয়ক পরামর্শ প্রদান |
*চাহিদা প্রাপ্তির সাপেক্ষে ব্যাক্তিগত যোগাযোগ মোবাইল কল,স্বশরীরে উপস্থিত। * মাঠ পরিদর্শন/প্রশিক্ষণ/প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা। |
বিনামূল্যে
|
৭ কর্মদিবস |
১.উপ-সহকারী কৃষি অফিসার (এসএএও) ২. সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(এএইও) ৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(এইও) ৪. উপজেলা কৃষি অফিসার।
|
০২ |
উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান |
|
যন্ত্রের মূল্যের ৫০% পরিশোধ |
৪৫ কর্মদিবস |
১.উপজেলা কৃষি অফিসার। ২. প্রকল্প পরিচালক সরেজমিন উইং।
|
০৩ |
রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিতকরণ এবং জৈব সার তৈরি বিষয়ক পরামর্শ প্রদান। |
*বিসিআইসি সার ডিলার ও খুচরা সার বিক্রেতা গনের মনিটরিং এর মাধ্যমে। *মাঠ পরিদর্শন/প্রশিক্ষণ/প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা। |
বিনামূল্যে |
৭ কার্যবিদস |
এসএএও,এইও,উপজেলা কৃষি অফিসার।
|
০৪ |
মাটির স্বাস্থ্য রক্ষায় ব্যবস্থাপনা। |
সাতক্ষীরা,আঞ্চলিক এসআরডিআই,এর মাধ্যমে মাটি পরীক্ষা করে এবং অনলাইন সার সুপারিশমালা হতে। |
৫০ টাকা হারে এবং অনলাইন এর ক্ষেত্রে বিনামূল্যে |
৩০কার্যদিবস |
এসএএও,উপজেলা কৃষি অফিসার।
|
০৫ |
কৃষি উপকরণ চাহিদা নিরুপন ও প্রাপ্যতা নিশ্চতকরণ |
প্রতি অর্থ বছরের শুরুতে চাহিদা নিরুপন করা হয় এবং মনিটরিং এর মাধ্যমে তা নিশ্চত করা হয়। |
বিনামূল্যে |
mviv eQie¨vcx |
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।
|
০৬ |
KxUbvkK I mv‡ii gvb wbqš¿Y |
কীটনাশক ও সারের মান নিয়ন্ত্রণ বিভিন্ন কোম্পানীর কীটনাশক ও সার গবেষনা প্রতিষ্ঠানে পাঠিয়ে মান যাচাই এবং নিয়ন্ত্রণ করা হয়। |
সরকার নির্ধারিত ৫০০০/- টাকার মধ্য থেকে এ পরীক্ষা করা হয়। |
১৫-২০ কার্যদিবস |
এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।
|
০৭ |
ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা |
সার্ভিলেন্স ব্লকের মাধ্যমে জরিপ করে,আক্রান্ত ফসলের জীবন্ত নমুনা দেখে এবং পর্যবেক্ষণের মাধ্যমে। |
বিনামূল্যে
|
২-৭ দিনের মধ্যে |
এসএএও,এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার। |
০৮ |
পানি ও আগাছা ব্যবস্থাপনা |
গভীর ও অগভীর নলকুপের সেচের সংযোগে তদন্ত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে,এডব্লিউডি পদ্ধতি অনুসরণ এবং সরেজমিনে তদন্ত করার মাধ্যমে। ভূউপরিস্থ পানি ব্যবহারে আউশ ধান আবাদ সম্প্রসারণ ও বোরো আবাদ কমানোর জন্য পরামর্শ দেয়া হয়। |
বিনামূল্যে
|
প্রতি মৌসুমের শুরুতে
|
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।
|
০৯ |
ফল ও সবজী সম্প্রসারণ |
প্রদর্শনীর স্থাপন ও বৃক্ষ মেলার মাধ্যমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে। |
বাছাইকৃত কৃষককে বিনামূল্যে |
সবজী সকল মৌসুমে ও ফলদ বৃক্ষ রোপন জুলাই-সেপ্টেম্বর মাসে gv‡m |
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।
|
১০ |
Bu`yi `gb e¨e¯’vcbv |
ইঁদুর দমন ব্যবস্থাপনা কৃষক,ছাত্র এবং সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত দলের মাধ্যমে |
বিনামূল্যে |
প্রতি বছর ২৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত |
এসএএও,এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার। |
১১ |
কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ণ |
উঠান বৈঠাকের মাধ্যমে এসএএও/ প্রশিক্ষিত কৃষক সহায়তাকারী দ্বারা কৃষি,মৎস্য ও পশু পালন বিষয়ে প্রশিক্ষত করে তোলা হয়।
|
বিনামূল্যে |
খরিপ এবং রবি মৌসুমে |
এসএএও,এসএপিপিও,এইও এবং উপজেলা কৃষি অফিসার।
|
১২ |
কৃষক পর্যায়ে মান সম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণের প্রযুক্তি সহায়তা |
প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে,গবেষনা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে। |
বিনামূল্যে |
সকল মৌসুমে |
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার। |
১৩ |
ফসলের নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ। |
প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে। |
বিনামূল্যে |
সকল মৌসুমে |
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার। |
১৪ |
প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনা |
কৃষি সম্পদের ক্ষয়ক্ষতি নিরুপন পূর্বক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষককে ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হয়। |
বিনামূল্যে |
দূর্যোগ হওয়ার ১৫-২০ দিনের মধ্যে। |
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার। |
১৫ |
বালাইনাশক বিক্রায়ের লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা |
নির্ধারিত ফরমে আবেদন সহ অন্যান্য কাগজ পত্র গ্রহণ ও লাইসেন্স প্রদানের জন্য উপ-পরিচালকের কার্যালয়ে প্রেরণ। |
*পাইকারী নতুন ১০০০/-টাকা,নবায়ন ৫০০/-টাকা, *খুচরা নতুন ৩০০/- টাকা ,নবায়ন ২০০/-টাকা এবং সকল ক্ষেত্রে ১৫% ভ্যাট সহ ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান।
|
৩০ কার্যদিবস |
এসএএও,এইও এবং উপজেলা কৃষি অফিসার। |
১৬ |
খুচরা সার বিক্রেতা নিয়োগ |
নির্ধারিত ফরমে আবেদন সহ অন্যান্য কাগজ পত্র সভাপতি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বরাবর জমা প্রদান এবং কমিটির মাসিক সভায় অনুমোদন ক্রমে আইডিকার্ড প্রদান। (প্রতি ইউনিয়নে ৯ জন) |
ব্যাংক ড্রাফট এর মাধ্যমে ৩০০০০/- জামানত হিসাবে জমা প্রদান
|
৬০ কার্যদিবস
|
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার।
|
যে কোন কৃষি বিষয়ক সেবা বা পরামর্শেও জন্য সার্বক্ষনিক যোগাযোগঃ
মোঃ রাজিবুল হাসান
উপজেলা কৃষি অফিসার
আশাশুনি, সাতক্ষীরা।
ফোনঃ ০৪৭২২৫৬০০৯
ই-মেইলঃ uaoassasuni@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস